জেলার বোয়ালখালীতে সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী বিজয়ী হয়েছেন ৬টিতে ও স্বতন্ত্র প্রার্থী ১টিতে।
ভোটের ফলাফলে জানা গেছে, শাকপুরা ইউপিতে আবদুল মান্নান মোনাফ (নৌকা), সারোয়াতলীতে বেলাল হোসেন (নৌকা), পোপাদিয়া ইউপিতে এসএম জসিম উদ্দিন (নৌকা), চরণদ্বীপে মো.শামসুল আলম (নৌকা), শ্রীপুর-খরণদ্বীপে মোহাম্মদ মোকারম (নৌকা), আমুচিয়া ইউপিতে কাজল দে (নৌকা) ও আহলা করলডেঙ্গায় ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক মান্নান (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম।