আজ শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

বিএনপিকে ক‌ঠোর হ‌স্তে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা অফিস : | প্রকাশের সময় : শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ০৫:৪৯:০০ অপরাহ্ন | জাতীয়

আন্দোল‌নের না‌মে বিএনপি আবারও নাশকতার চেষ্টা ক‌রলে ক‌ঠোর হ‌স্তে দমন করা হ‌বে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর মধুবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের জন্য দল গুছিয়ে বিএনপির কোনো লাভ নেই। মানুষ আর তাদের সঙ্গে নেই। বাংলাদেশের মানুষ আগুনসন্ত্রাস-জঙ্গিবাদকে পছন্দ করে না।

 

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা জামিন আমাদের হাতে নেই। সেটি আদালতের বিষয়। তারা যদি আবারও অগ্নিসংযোগ, ভাঙচুর চালায় তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

 

নিত্যপণ্য মজুতের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, রমজান উপলক্ষে অবৈধভাবে নিত্যপণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি বলেন, অবৈধভাবে নিত্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন। আমাদের নিরাপত্তা বাহিনী সেই অনুযায়ী কাজ করছে।

 

এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যা যা করার দরকার তাই করা হবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।