আজ বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

বাজেটকে স্বাগত জানিয়ে আনোয়ারায় আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ জুন ২০২৪ ০৯:২৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বাজেটকে গণমুখী আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে আনোয়ারায় আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বিকালে উপজেলার চাতরী বঙ্গবন্ধু টানেল চত্ত্বর থেকে আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের হয়ে চৌমহনী বাজার প্রদক্ষিণ করে পুণরায় টানেল চত্ত্বরে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্বদেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন হিরু, উপজেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, আবুল বশর, নাজিম উদ্দিন সুজন, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা তাঁতী লীগের সহ সভাপতি আজিজুর হক আজিজ, দক্ষিণ জেলা যুবলীগ নেতা অহিদুর রহমান, মেজবাহ উদ্দিন চৌধুরী সোহেল, ব্যবসায়ী মো. মোজাম্মেল, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবু, সদস্য এম. নজরুল ইসলাম, জিয়া উদ্দিন বাবলু, শাহাদত হোসেন, মাহতাব হোসেন জুয়েল, নুরুল হক লিটন, ছাত্রলীগের সহ সভাপতি মো. ফারুকুল ইসলাম, আলী আজগর, আবদুর রহিম, মিজানুর রহমান আসিফসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মী।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কাজী মোজাম্মেল হক বলেন, ‘উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে আমরা। এই বাজেট শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের বাজেট। আমরা যেই কল্যাণধর্মী রাষ্ট্রের কথা বলি তার অন্যতম ভিত্তি হচ্ছে এই বাজেট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে অর্থ মন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এই বাজেট পেশ করেছেন। এই বাজেট বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এত বড় বাজেট দিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছেন। এ বাজেট মানবতার বাজেট, মানুষের অধিকারের বাজেট এবং মানুষের কল্যাণের বাজেট। আমরা ওয়াসিকা আয়শা খানের নেতৃত্বে এই আনোয়ারাকে দূর্নীতি ও সিন্ডিকেট মুক্ত গড়ে তুলব।