আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

বাঁশখালী ইউএনওর সাথে বিএনপি নেতাদের সৌজন্যে সাক্ষাৎ

শাহ মুহাম্মদ শফিউল্লাহ, বাশঁখালী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ০৮:৫২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জামশেদুল আলমের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান আহমেদ, সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী সন্তান বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বিএনপি নেতা ও কালীপুরের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, প্রফেসর শহীদুল ইসলাম চৌধুরী বুলবুল, আব্দুস সবুর চৌধুরী, মোঃ মুছা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী,সাংবাদিক আলহাজ্ব আবদুল মতলব কালু  অধ্যাপক মুবিনুর রহমান, আখতার ফারুখ, মিজান মিয়া, আব্দুস সবুর, মাওলানা জাকারিয়া, তোফাইল আহমেদ, ফজলুল হক মেহেদী, ডা. ইউনুস, নুর মোহাম্মদ, নুর হোসেন, আমির হোসেন, আব্দুল মোতালেব, হাজী ইউনুছ, রবিউল হাসান শাপলা, জোনাইদ সিকদার, খুররুম রেজা, হামিদ বাহার চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব দিদারুল আলম, শাহ রিয়াজ আকবর মুনির, আব্দুল খালেক, আব্দুল মান্নান, শাহাদাত হোসেন, মহিউদ্দিন, এবাদুল হক, ইসমাইল, জাহেদুল হক, নাছির উদ্দীন, নুরুল ইসলাম, আব্দুস সালাম, সিরাজ উদ্দিন, উপজেলা যুবদল সদস্য সচিব রাশেল চৌধুরী, আহমদ ছগীর,ছাত্রদল নেতা আব্দুস সবুর, ফরহাদুল ইসলাম, প্রমূখ।