আজ শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ই অগ্রহায়ণ ১৪৩১

বাঁশখালীতে চাঁদার দাবিতে নির্মাণাধীন বসতঘর ভাঙচুরের অভিযোগ

এস এম শফিউল্লাহ, বাঁশখালী : | প্রকাশের সময় : রবিবার ৭ এপ্রিল ২০২৪ ০৮:০৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদার দাবিতে রুবি আক্তার নামের এক গৃহবধূর নির্মাণাধীন বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।

 

 শনিবার (৬ এপ্রিল) রাত আটটার দিকে পৌরসভার দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

 

রোববার দুপুরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা গেলে ভুক্তভোগী রুবি আক্তার জানান, এলাকার ২০/৩০ জন সন্ত্রাসী আমার নির্মাণাধীন বসতঘর থেকে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাতে  আমার বসতঘর ভেঙে দিবে বলে হুমকি প্রদান করে। এরই প্রেক্ষিতে শনিবার রাত আটটায় তারা ২০/৩০ জন সন্ত্রাসী আমার নির্মাণাধীন বসতঘরে হামলা করে ভাঙচুর করে। এসময় তারা আমার ছেলেকেও মারধর করে। এই ঘটনায় আমার দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। 

 

এবিষয়ে যোগাযোগ করা হলে বাঁশখালী থানার উপপরিদর্শক কামরুল হাসান কায়কোবাদ জানান, এবিষয়ে থানায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ছবি ক্যাপশন: বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনা এলাকায় নির্মাণাধীন বসতঘরে ভাঙচুর