কক্সবাজারের পেকুয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ার ৭ যুবককে আটক করেছে পেকুয়া থানা পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (মডেল-PREMIO) ও ২ টি মোটরসাইকেল (মডেল- SUZUKI ZIXER, YAMAHA FAZER) জব্দ করা হয়৷
রোববার (১২ ডিসেম্বর) সকালে পেকুয়া সদর হরিনা ফাঁড়ির নুইন্যা-মুইন্ন্যা ব্রীজের উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানান পুলিশ।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ সুখছড়ি পশ্চিম হাজারবিঘা এলাকার সুলতান আহমদের ছেলে ওমার ফারুক (২৯), আমিরাবাদ সুখছড়ি সুন্নিয়া পাড়া এলার মৃত নবী হোসেনের ছেণে শহীদুল ইসলাম(২৮), আলী আহমদের ছেলে জয়নাল আবেদীন(৪৮), মাহবুব আলমের ছেলে রিদওয়ানুল করিম(২৩), আব্দুস ছবুরের ছেলে মো. সজিব (২১), মো. রাজু (২৭) ও সুখছড়ি কালিবাড়ি এলাকার মৃত সাধন চৌধুরীর ছেলে ডাবলু চৌধুরী (৪১)।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৭ পাচারকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।