আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

নৌকায় ভোট দিয়ে উন্নয়নের মহা সড়কে যুক্ত হউন : এমএ মালেক

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জানুয়ারী ২০২২ ০৯:৫৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ. মালেক বলেছেন, উন্নয়নের মহা সড়কে যুক্ত হতে চাইলে নৌকায় ভোট দিন,নৌকার বিজয় মানে উন্নয়ন। বিগত দিনে জুঁইদন্ডী ইউনিয়নে সঠিক নেতৃত্বের অভাবে উন্নয়ন হয়নি। আগামীতে উন্নয়ন চাইলে জননেত্রী শেখ হাসিনা ও আমাদের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র মনোনীত প্রার্থী মো. ইদ্রিসকে আগামী ৩১ শে জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।  এই ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তর করতে চাইলে নৌকার কোন বিকল্প নেই।

জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইদ্রীসের বিজয় নিশ্চিত করতে মঙ্গলবার(২৫ জানুয়ারী)  বিকালে ৫ টায় ইউনিয়নের খুরুস্কুল, চৌমহনী বাজার ও লামার বাজার এলাকায়  গণসংযোগ শেষে পথ সভায় তিনি এসব কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইদ্রীস, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান,আওয়ামীলীগ নেতা মো. ছৈয়দ নুর সেলিম, যুবলীগ নেতা মাহফুজ,আবদুর রহিমসহ ইউনিয়ন ও ওয়ার্ড় আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতা কর্মী ।