আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১
বিদ্যুৎ নিয়ে জনদুর্ভোগ

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নির্বাহী প্রকৌশলীর সাথে মেয়র আলমগীর চৌধুরী বৈঠক

এম. মনছুর আলম, চকরিয়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ মে ২০২৪ ০৯:৫০:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

.

কক্সবাজারের চকরিয়া পৌরসভার জনসাধারণ বিগত দুইদিন যাবত বিদ্যুৎ বিভ্রাট নিয়ে জনদুর্ভোগে রয়েছে। জনগণের দুর্ভোগের বিষয়টি চিন্তা করে দ্রুত সময়ে বিদ্যুৎ সরবরাহের জন্য চকরিয়া বিদুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে জরুরি বৈঠক  মেয়র আলমগীর চৌধুরী। এসময় মেয়রের সাথে পৌরসভার প্যানেল মেয়র-২ মুজিবুল হক মুজিবসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার (২৮মে) দুপুরের দিকে চকরিয়া বিদুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

 

বৈঠকে চকরিয়া বিদ্যুৎ উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মেয়র আলমগীর চৌধুরীকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড়ো হাওয়ার মাঝেও পৌর শহরের বিভিন্ন জায়গায় বিদুৎ সরবরাহ চলমান আছে। কিছু কিছু জায়গায় ঘূর্ণিঝড়ের বৈরি আবহাওয়ার কারণে গাছপালা ভেঙ্গে পড়েছে। যার জন্য পুরো এলাকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ দিতে একটু সময় লাগবে।

রাতের মধ্যেই সবখানেই বিদুৎ সরবরাহ চলমান থাকবে বলে তিনি জানান।