কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডে নিজ সিগারেটের আগুনে প্রাণ হারালো আজিজুর রহমান বাবু (৪০) নামের ১ ব্যক্তি।
দগ্ধ হয়ে ৫ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করে।
গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়- শুক্রবার অসতর্কতায় সিগারেটের আগুন থেকে আজিজের কম্বলে আগুন লেগে দগ্ধ হয়। তার শরীরের ১৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৫ দিন পর তার মৃত্যু হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ এর সাথে কথা বলে জানা যায়- আগুনে দগ্ধ হয়ে চমেকে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে আজিজ মারা যায়। তার লাশ ময়নাতদন্তের শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
বুধবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।