আজ শুক্রবার ৩ জানুয়ারী ২০২৫, ২০শে পৌষ ১৪৩১

দেশের মানুষ বিএনপিকে নিয়ে বিপদে আছে : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ১ নভেম্বর ২০২২ ০২:২০:০০ অপরাহ্ন | রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ বিএনপিকে নিয়ে বিপদে আছে। দেশ নয় বরং বিএনপিই সংকটে রয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সংকটে আছে বিএনপির পরাশ্রয়ী রাজনীতি। দেশের মানুষ স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিএনপিকে বড় হুমকি মনে করে। বিএনপির হাতে দেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গণতন্ত্র নিরাপদ নয়।

তিনি বলেন, বিএনপি প্রতিদিন আন্দোলনের হুমকি দেয়। তবে তাদের আন্দোলনের নেতা কে সেটাই তারা জানে না। দলটির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনই দণ্ডপ্রাপ্ত। বঙ্গবন্ধুকন্যার মহানুভবতায় চেয়ারপারসন ঘরে বসে চিকিৎসার সুযোগ পেয়েছেন। আর তারেক রহমান রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে আছেন। ১০ ট্রাক অস্ত্র ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্তও তিনি। নিরাপদ দূরত্বে থেকে বিলাসী জীবন-যাপন করে নেতাকর্মীদের চাঙা করতে শব্দ বোমা ছুঁড়ছেন আর স্বপ্ন দেখেছেন ময়ূর সিংহাসনের।