আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

দুদক মহাপরিচালক জয়নুল আবেদীন শিবলীর মাতৃবিয়োগ

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ অক্টোবর ২০২৩ ০৭:১৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর  মহাপরিচালক (ডিজি)  মীর মোহাম্মদ জয়নুল আবেদীন শিবলী'র মা আমেনা খাতুন  ইন্তেকাল ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 বুধবার (২৫ অক্টোবর ) দিবাগত রাত ১১ টা ৩০ মিনিটের সময় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর ) জোহরের নামাজের পর মরহুমার নিজ বাড়ী চন্দনাইশ উপজেলা পৌরসভার ৫নং ওয়ার্ডে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা মীর মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী।

 মরহুমার মৃত‍্যতে শোক জ্ঞাপন করেন  নজরুল ইসলাম চৌধুরী এমপি,  উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কৈয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী,  পৌরমেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী, চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক আরশাদ উল্লাহ, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ রায়হান, সাধারণ সম্পাদক কমরুদ্দিন সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক প্রমুখ।