আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী: ট্রাম্প

নুর ইসলাম নাহিদ | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ অক্টোবর ২০২২ ১০:৩৮:০০ পূর্বাহ্ন | আন্তর্জাতিক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দ্রুত ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি না ঘটালে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে।

 

নেভাদা অঙ্গরাজ্যের এক সমাবেশে দেওয়া বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প রোববার এ কথা বলেন। খবর এমএসএন নিউজের।

 

তিনি বলেন, আমাদের অবশ্যই এখুনি আলোচনায় বসার এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান বের করতে হবে। অন্যথায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেওয়ার কয়েক দিন পর ডোনাল্ড ট্রাম্প এ বক্তব্য দিলেন।

 

২০২৪ সালে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনা করেন।

 

ট্রাম্পের দাবি, ২০২০ সালে যদি তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতেন, তা হলে ইউক্রেন যুদ্ধ শুরু হতো না।

 

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, জো বাইডেন প্রশাসনের বিপজ্জনক বাগাড়ম্বর ইউক্রেন সংঘাতের সূচনা করেছে।

 

ট্রাম্প এক সাক্ষাৎকারে সুস্পষ্ট করে বলেন, প্রকৃতপক্ষে ওয়াশিংটন ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়াকে নিয়ে বিদ্রূপ করেছে।

 

ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসন এক প্রকার প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধে যেতে বাধ্য করেছে এবং বাইডেনের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে হামলা চালিয়েছেন।