আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

তফসিল ঘোষণায় আনোয়ারায় ছাত্রলীগের আনন্দ র‌্যালী

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ ০৫:৪৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
তফসিল ঘোষণায় আনোয়ারায় ছাত্রলীগের আনন্দ র‌্যালী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ র‌্যালী করেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ও সরকারী কলেজ ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে কলেজ চত্ত্বর থেকে র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্ত্বরে এসে শেষ হয়। পরে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফারুকুল ইসলাম সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা আবু আহসান বাবলুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সামবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, প্রধান বক্তা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন,সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মামুনুর রশিদ, ছাত্রলীগ নেতা শহিদ আনোয়ার ,জিসানুল ইসলাম,সায়মন শাকিল,আবদুল্লাহ আল নোমান , হৃদয় আইচ, মো. মিজানুর রহমান, আজিম,আসিফ আহমেদ, মো. হাসান, ফয়সাল হাবিব, রিয়াদ,আইমন প্রমুখ।

বক্তারা বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশকে একশ বছর এগিয়ে নিয়েছেন, দেশের উন্নয়ন লুটপাঠ করতে বিএনপি জামাত আবারো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন বানচালের স্বপ্ন দেখছে। দেশের সংবিধান মতে নির্বাচন হবে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল দেশের সংবিধান ও গণতন্ত্রকে অক্ষুন্ন করার জন্য। নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরণের অরাজকতা সৃষ্টি করতে চাইলে আওয়ামীলীগ ছাত্রলীগ তাদের প্রতিহত করবে।