আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১
জামায়াতের কর্মী সমাবেশে অধ্যক্ষ নুরুল আমিন

জামায়াত ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ ১১:০০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ  নুরুল আমিন বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশে একটি শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক সুবিচারপূর্ণ, জ্ঞানভিত্তিক ও  প্রযুক্তি নির্ভর সমাজ নির্মাণে কাজ করে যাচ্ছে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে আইনের শাসন ফিরে আসবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। ধনী-গরীব পার্থক্য থাকবে না। বেকারত্ব দূর হবে। দেশ থেকে সম্পদ পাচার ও লুটপাট বন্ধ হবে। বিদেশে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনা হবে। 

 

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের করালিয়া তাকিয়া দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী ও সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

বাগানবাজার জামায়াতের আমীর মাওলানা আবু ইউসুফের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার।

 

শূরা সদস্য মাওলানা মুহাম্মদ সাদ্দাদ হোসইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ভূজপুর থানা জামায়াতের আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম,  সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নূর মুহাম্মদ আল কাদেরী, জামায়াত নেতা ডা. আবদুল জলিল, মুহাম্মদ আবু তাহের, ডা. ছবির আহম্মদ প্রমূখ। 

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা হবে। ইসলামী ব্যাংক গুলোর মতো   শরিয়া বোর্ডের মাধ্যমে ওলামাদের কাউন্সিল গঠন হবে। ওলামাদের পরামর্শ নিয়েই সমস্ত শাসনকার্য পরিচালিত হবে। আলেমরা আধুনিক শিক্ষায় উচ্চ শিক্ষিত হবেন। শুধু মাদ্রাসা শিক্ষিত হবেন না, দ্বীনি ও আধুনিক শিক্ষাই উচ্চশিক্ষিত হবেন। এরকম একটি সমাজ হবে, ওলামাদের মর্যাদা আরও অনেক বেড়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।