আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আধুনগর ইউপির শ্রদ্ধাঞ্জলি

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ অগাস্ট ২০২৩ ১১:১৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে লোহাগাড়া আধুনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে লোহাগাড়া উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

 

এসময় উপস্থিত ছিলেন- আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, সচিব মিন্টু তালুকদার, ইউপি সদস্য আবুল কালাম, আবদুল মন্নান, ফরিদুল আলম, শাহজাহান চৌধুরী পারভেজ, মু. আবুল হাসান, মহিলা ইউপি সদস্য রেনু আরা বেগম, সাজেদা আক্তার, দফাদার নুরুল আবসার, চৌকিদার অজিত পাল, মো. হোসাইন কবির রুবেল, কািছর হামিদ, সুভাষ, শুভ ও পীতম বড়ুয়া অফিস সহকারী বোরহান উদ্দিন মানিক। 

 

শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে এবং জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।