আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

চসিক সাবেক কাউন্সিলর নাছের এর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ফটিকছড়ি প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ১৯ জুলাই ২০২৩ ০৭:২৮:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

ফটিকছড়িতে বাড়ী নির্মাণে বাধা ও ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে এম এ নাছের নামে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ভুক্তভোগী। গত ১৭ জুলাই(সোমবার) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট -৪ এর আদালতে মামলাটি দায়ের করেন মো. আমান উল্লাহ নামে ভুক্তভোগী ওই ব্যক্তি। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মো.  আক্তার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার অন্যান্য আসামিরা হলেন, কাউন্সিলর নাছের এর সহযোগী সোহাইবুল করিম ও আরিফুল করিম। তাদের সকলের বাড়ী ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউপির তালুকদার বাড়ী নামক এলাকায়।

 

মামলার অভিযোগে জানা গেছে, মামলার বাদি ভুক্তভোগী আমান উল্লাহ একই এলাকার বাসিন্দা। 

 ভুক্তভোগী আমান উল্লাহ তাঁর পৈত্রিক এবং নিজস্ব খরিদা জায়গায় বাড়ী নির্মাণ করার উদ্যোগ নিলে গত ৪ জুলাই চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রভাবশালী সাবেক কাউন্সিলর এম এ নাছের ও তার সহযোগীরা ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মানে বাধা প্রদান করে। এসময় ভুক্তভোগি আমান উল্লাহ এর প্রতিবাদ করায় কাউন্সিলর নাছের ও তাঁর সহযোগীরা আমান উল্লাহ ও তার পিতাকে বেদম মারধর করে ও বাড়ী নির্মাণ করতে হলে তাঁকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানান। এ ছাড়া ঘটনার সময় আমান উল্লাহ'র পকেটে থাকা ৫ হাজার ৩ শত টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে  নিয়ে যায়। আমান উল্লাহ জায়গার উপর সৃজিত প্রায় চার লাখ টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। এসময় আমান উল্লাহ'র আত্মচিৎকারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক উল আজমসহ আশপাশের লোকজন এগিয়ে এলে কাউন্সিলর নাছের ঘটনাস্থল ত্যাগ করেন।  

এদিকে এ ঘটনায় চিকিৎসা শেষে আদালতে মামলা দায়ের এর পর কাউন্সিলর নাছের মামলার বাদী আমান উল্লাহকে নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আমান উল্লাহ।