আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে ১০০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) : | প্রকাশের সময় : সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ ০২:২০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে প্রতি পরিবারকে ২ বান করে ঢেউটিন বিতরণ করেন বেসরকারি সংস্থা  সোসাইটি ফর সোসাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট  (এস,এস টি,এস)।

এ উপলক্ষে সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এস টি এস বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড. সাঈদ সাবরী। সাংবাদিক আমিনুল ইসলাম রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী, ওসি তদন্ত এম এ বারি, বাবু বিজয়ানন্দ বড়ুয়া, শাহ রিয়াদ প্রমুখ।