আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ (চট্টগ্রাম): | প্রকাশের সময় : শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪ ০৯:৩০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মানোন্নয়ন ও তরুণদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের বার্ষিক মিলনমেলা ও চড়ুইভাতি সম্পন্ন হয়েছে।

 

শুক্রবার (২০ ডিসেম্বর) বরকল ব্রিজসংলগ্ন ভেন্যুতে অনুষ্ঠিত দিনব্যাপী আয়োজনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাথে বিভিন্ন ধরনের খেলাধুলা ও শিক্ষামূলক কর্মসূচির পাশাপাশি স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের সকল সদস্যদের জন্য নানান রকম ইভেন্টের ব্যবস্থা করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতি চট্টগ্রামের উপদেষ্টাপরিষদের সভাপতি, চক্ষুবিশেষজ্ঞ ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ সমিতি চট্টগ্রামের ট্রাস্টি সেক্রেটারি ও ফ্রেন্ডস ফুডের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জর্জ কোর্টের বিশিষ্ট আইনজীবী আবুল কাশেম মোহাম্মদ ইউনুস, ফ্রোবেল একাডেমীর এডমিন আমজাদ হোসেন শিপন, মেরিনার আতিকুল্লাহ খান, শিক্ষক হেফাজ উদ্দিন, বিদ্যানিকেতন সদস্য রবিউল, সৌরভ, তৌসিফ, সাইদ, সুকান্ত, নাবিলা, হালিমা, রোকসান, আদনান ও আকিব প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বক্তারা এই ধরনের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের জন্য এই ধরনের ভিন্নধর্মী প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তরুণদেরকে এই ধরনের সামাজিক ও মানবিক কাজে আরও বেশি করে সম্পৃক্ত হতে আহ্বান জানান তাঁরা।