আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) : | প্রকাশের সময় : রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ ০৬:২০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলা উদ্বোধন, র‍্যালি ও র‍্যালি শেষে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 

মেলার উদ্বোধন করেন, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। 

এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাও. সোলায়মান ফারুকী, চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, দোহাজারী পৌর মেয়র লোকমান হাকিম, ভাইস চেয়ারম্যান কামেলা খানম প্রমুখ। এ সময় ইউপি চেয়ারম্যান যথাক্রমে, খোরশেদ বিন ইসহাক, আবদুল শুক্কুর, আমিন আহমেদ চৌধুরী, মো: সায়েম, আবদুল আলীমসহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অথিতিরা পরিষদ চত্বরে মেলার ১৩ টি ষ্টল পরিদর্শন করেন।