আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে নৌকাপ্রার্থীর সমর্থনে জনসভা

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর ২০২১ ০১:২৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশের দূর্গম পাহাড়ি এলাকা ১০ নং ধোপাছড়ি ইউনিয়নে নৌকা প্রার্থীর সমর্থনে এক জনসভা অনুষ্টিত হয়। বোধবার বিকাল ৩টায় ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আবদুল আলীমের সমর্থনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজুর রহমান বলেছেন, এক সময়ের অনুন্নত বাংলাদেশ, এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। জাতির জনক শেখ মজিবুর রহমানকে অনুকরণ ও অনুসরণ করে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিচক্ষণতা ও বুদ্ধিমত্তায় বাংলাদেশ আজ উন্নতশীল দেশে পরিণত করেছে। যা সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিচিতি লাভ করেছে। সুতরাং শেখ হাসিনার প্রতিক নৌকা, উন্নয়নের প্রতিকও নৌকা। আর দূর্গম ধোপাছড়ি ইউনিয়নের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৫ জানুয়ারী নৌকার চেয়ারম্যান প্রার্থী আবদুল আলীমকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান । উপরোক্ত কথাগুলো বলেন। ধোপাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল ছালামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা বেলাল হোসেন মিটুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন হিসেবে বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর।

 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী, চন্দনাইশ পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক কায়সার উদ্দীন, উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, যুগ্ম আহবায়ক এসএম তসলিম উদ্দীন, মুরিদুল ইসলাম মুরাদ, যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত, ধোপাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যথাক্রমে দেলোয়ার হোসেন, আবু ইউসুফ চৌধুরীসহ স্হানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ  নেতৃবৃন্দ ।