আজ বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

চন্দনাইশে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) : | প্রকাশের সময় : মঙ্গলবার ৪ জুন ২০২৪ ০৫:৪৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

"দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বাদ দিন" এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০০৪ সম্পন্ন হয়েছে।

 

মঙ্গলবার ( ৪ জুন ) উপজেলা কনফারেন্স হলরুমে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি'র ব‍্যবস্থাপনায় দুই দিন ব‍্যাপী অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতি ছিলেন, চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।  এতে প্রধান অতিথি ছিলেন, সহকারি কমিশনার ( ভুমি ) ডিপ্লোমেসি চাকমা। প্রধান আলোচক ছিলেন, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের সহকারী পরিচালক  মোঃ আব্দুল মালেক।  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরশাদ উল্লাহ'র সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য যথাক্রমে তাসকিয়াতুন নুর তানিয়া, জাহেদুল ইসলাম (জাহি), চন্দনাইশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম জিন্নাহ, মডারেটর আখতার সানজিদা জাফর পপি, বিচারক যথাক্রমে রাসেল চৌধুরী, সালমা আহসান, বিপিন চন্দ্র রায় প্রমুখ।

প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন, গাছবাড়ীয়া নিত্যানন্দ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয়েছেন, দোহাজারী জামিরজুরী বালিকা উচ্চ বিদ্যালয়।