আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে জঙ্গীবাদ ,সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জানুয়ারী ২০২২ ০৪:৫৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী জন সচেনতামূলক এক প্রশিক্ষণ কর্মসূচি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ২৫ জানুয়ারি  ( মঙ্গলবার ) উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার আ ন ম সালেহউদ্দিনের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম জেলা উপ-পরিচালক প্রজেশ কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফরুকী, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসোন, ওসি (তদন্ত) মজনু মিয়া, এনজিও সমন্বয়কারী নুরুল হক চৌধুরী। সভায় বক্তারা বলেন, অপরাধ দমনে সর্বপ্রথম নিজ নিজ এলাকায় সবাইকে জনসচেতনতা তৈরী করতে হবে। নিজ নিজ সন্তানদের খেয়াল রাখতে হবে।  সন্তান মাদকাসক্ত বা জঙ্গিবাদে জড়িয়েছে কি না তা প্রথমত বাবা-মার দেখার দরকার, এরপর নজরদারিতে রাখার দরকার শিক্ষা প্রতিষ্ঠানের। এমন কিছু দেখলে পুলিশকে জানান। আমরা কাউন্সিলিং এর মাধ্যমে তাকে সুপথে আনার চেষ্ঠা করব। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা ছাড়া শুধু আইন প্রয়োগ করে মাদক ও সন্ত্রাস দমন করা যাবে না। এ ব‍্যাপারে সমাজের সর্বস্তরের সচেতনমহলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।