চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও প্রিন্সিপাল আবুল কাসেম এতিমখানা ও হেফজখানার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেছে চন্দনাইশ উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি। ২৫ জানুয়ারি দুপুরে উপজেলার বরমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করাহয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম। সভাপতিত্ব করেন, দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরসাদুল্লাহ, সদস্য অধ্যাপক এয়াকুব নবী, সদস্য সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, সাংবাদিক সৈয়দ শিবলী সাদেক কফিল, সাংবাদিক খালেদ রায়হান, সাংবাদিক আমিনুল ইসলাম রুবেল মাদ্রাসার সুপার মাও.নুরুল হক প্রমুখ।