চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ মোঃ আলম প্রকাশ রাব্বি নামে একজনকে আটক করেছে থানা পুলিশ । বৃহস্পতিবার (১৩ জানুয়ারি ) ভোরে ৯ নং ওয়ার্ডস্থ গাছবাড়ীয়া কলেজ গেইট পল্লী বিদুৎ অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
আটককৃত আসামী মোঃ আলম(রাব্বি) ( ২১) পৌরসভার ৪ নং ওয়ার্ডের মোঃ আইয়ুবের ছেলে।
পুলিশসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই কামরুজ্জামানের নেতৃত্বে একটি ফোর্স পল্লী বিদুৎ অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আনোয়ার হোসেন জানান, আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।