চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিরোধী দল কতৃক ৩য় দফায় ২য় দিনে দেশব্যাপী অবরোধ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ নভেম্বর ) দুপুরে বিক্ষোভ মিছিলটি গাছবাড়ীয়া কলেজ গেইট থেকে শুরু করে কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে কলেজ গেইট এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনুর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভা আ'লীগ আহবায়ক কায়ছারউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলালউদ্দিন চৌধুরী, জাকের হোসেন চৌধুরী, শাহজাহান সিরাজ, হাশিমপুর ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুর রহিম, পৌরসভা যুবলীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক লোকমান হাকিম, সাইফুল ইসলাম, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম চৌধুরী রোকন, ইউপি সদস্য আবদুল গাফফার সুমন, মৎস্যজীবিলীগ নেতা মোঃ আকতার হোসেন, মোহাম্মদ সেলিমউদ্দিন, সহ উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দেশে চলমান নৈরাজ্যের বিরুদ্ধে জনমত গঠনে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরার আহবান জানান।