আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশের অগ্নিদগ্ধ তরুণীর ঢাকায় মৃত্যু

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | প্রকাশের সময় : সোমবার ৭ ফেব্রুয়ারী ২০২২ ০৩:০৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন খালেদের মেয়ে সাবরিনা খালেদ এ্যানি অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।  পারিবারিক সূত্রে জানা যায়, ০৩ ফেব্রুয়ারি সাবরিনা খালেদ এ‍্যানি তাদের রাহাত্তরপুলস্থ বিসমিল্লাহ ফ্ল্যাটের রান্না ঘরের গ্যাসের চুলা জ্বালানোর সময় গ্যাস বিস্ফোরণে গায়ের জামায় আগুন ধরলে চিৎকার দিলে ছোট বোন সামিয়া খালেদ শ্রাবণী  দৌড়ে এসে বাঁচাতে চেষ্টা করলে তার গায়ের জামায়ও আগুন ধরে যায়,এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান,,পরে তাদের  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বার্নড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা ক্রমাগত অবনতি হলে রবিবার ( ০৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় এ্যানি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার ছোট বোন শ্রাবণী আই সি ইউতে চিকিৎসারত অবস্থায় আছে।

উল্লেখ্য, সাবরিনা আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং সামিয়া হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে এই এস সি পরিক্ষার্থী। 

রবিবার রাতে গ্রামের বাড়ীতে লাশ আসার সাথে সাথে এলাকায়  এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাকে এক নজর দেখার জন্য সহপাঠী ও এলাকাবাসী ভীড় করে।

স্হানীয়  ইউপি চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে শোক প্রকাশ করেন।

রাত  টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার অকাল মৃত‍্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।