আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চট্টগ্রাম ১৩ আসনে আ.লীগের মনোয়ন ফরম নিলেন ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা: | প্রকাশের সময় : সোমবার ২০ নভেম্বর ২০২৩ ০৭:১৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
মনোনয়ন ফরম নেওয়ার পর দলের নেতাকর্মীদের সাথে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ভূমিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সোমবার দুপুর সাড়ে ১২ টায় বঙ্গবন্ধু এভিনিউর দলয় কার্যালয় থেকে ভূমি মন্ত্রীর পক্ষে ফরম সংগ্রহ করেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি, জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী,আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোলেমান তালুকদার, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান নোয়াব আলী, দিদারুল আলম, এম এ কাইয়ুম শাহ, অসীম কুমার দেব, কলিম উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, আনোয়ারা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান প্রমুখ।

 বিষয়টি নিশ্চিত করেন ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদ্ওয়ানুল করিম চৌধুরী সায়েম বলেন, দুপুর সাড়ে ১২ টায় দলীয় কার্যালয় থেকে মাননীয় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র পক্ষে চট্টগ্রাম ১৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়ে বিকাল সাড়ে তিনটায় জমা দেওয়া হয়। তিনি আরো বলেন, ভূমি মন্ত্রী সবার দোয়া কামনা করেছেন।