আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচন আজ, ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : রবিবার ৩০ জুলাই ২০২৩ ১২:১৭:০০ পূর্বাহ্ন | জাতীয়

 

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে আজ রোববার। আসনটিতে এবার সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট হবে। ইতিমধ্যে ইভিএম মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। নির্বাচন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও এখনো কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি।

 

এদিকে, বিএনপিসহ অন্যান্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রার্থী না থাকায় অনেকটা নিরুত্তাপ নির্বাচন হতে যাচ্ছে আসনটিতে। এছাড়াও কয়েকমাস পর জাতীয় নির্বাচন হতে যাওয়ায় সবমিলিয়ে ভোটারের উপস্থিতিও কম থাকবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটার উপস্থিতি করাতে মরিয়া। ইতিমধ্যে দলটির নেতারা কর্মীদের ডেকে ভোটারের উপস্থিতি বাড়াতে নির্দেশনাও দিয়েছেন।

 

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নগরের  ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ আসনটি গঠিত। গত ২ জুন আওয়ামী লীগের সংসদ সদস্য আফছারুল আমীনের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। বর্তমানে উপ-নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙ্গল), তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)।

 

এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি কক্ষে ইভিএমের মাধ্যমে তাদের ভোট গ্রহণ করা হবে। কেন্দ্রগুলোর মধ্যে ৯৫টি সাধারণ এবং বাকি ৫৯ কেন্দ্র গুরুত্বপূর্ণ। নির্বাচনে দুজন জুডিশিয়াল এবং ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটের দিন পুলিশ ছাড়াও ৪ প্লাটুন বিজিবি এবং র‍্যাবের ৪টি টহল দল মোতায়েন থাকবে।

 

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, আমরা ভোটগ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। কেন্দ্রগুলোতে বিভিন্ন সরঞ্জাম পৌঁছে গেছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আশা করি, রোববার শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন শেষ হবে।

 

 

ভোটার উপস্থিতি প্রসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, আমরা যথেষ্ট প্রচার-প্রচারণা চালিয়েছি। ভোটার উপস্থিতি বাড়াতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার আনতে চেষ্টা করবেন।

 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহাতাব উদ্দিন  বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শনিবার পুলিশ লাইনসে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যে সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছে গেছে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্সসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা নির্বাচন শেষ না হওয়া পুলিশ দায়িত্ব পালন করবেন। নির্বাচন ঘিরে এখনো কোনো ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।