আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১১৯ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : বুধবার ১৯ জুলাই ২০২৩ ০৩:৫৩:০০ অপরাহ্ন | জাতীয়

 

 

চট্টগ্রামে গত চব্বিশ ঘণ্টায় আরও ১১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন তারা।

 

 

 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও ১১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সরকারি হাসপাতালে ৬২ এবং বেসরকারি হাসপাতালে ৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৩ জন চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট ১ হাজার ১৬৮৪ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ২০ জন।

 

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে জুলাই মাসে এক হাজার ২১৯ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১১ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু ৬। মে মাসে আক্রান্ত ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ ও জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন তিন জন।’