আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

গরু ব্যবসায়ীকে মাদকের অপবাদে ফাঁসানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা: | প্রকাশের সময় : শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪ ০৭:৪৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড, পূর্ব বৈরাগ, মীর আহাম্মদ সওদাগরের বাড়ীর শওকত হোসেন (৩৮) নামের এক গরু ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী উল্লেখ করে একটি নামসর্বস্ব পত্রিকায় সংবাদ প্রচার করায় এলাকাবাসী ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শওকত হোসেন স্থানীয় হাজী আহমদ হোসেনের ছেলে। তিনি পারিবারিক সূত্রে গরু ব্যবসায়ী বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান। প্রতিবেশীর সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই সংবাদটি প্রচার করা হয়েছে বলে ভুক্তভোগী শওকত জানান।

 

ওই সংবাদে শওকত হোসেনকে কয়েকবার মাদকসহ আটকের কথা উল্লেখ করা হলেও তার দিন-তারিখ উল্লেখ করা হয়নি। যা ভিত্তিহীন বলে জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান।

 

স্থানীয়দের প্রতিক্রিয়া:

স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম জানান, শওকত হোসেন এলাকার সম্মানিত একজন ব্যক্তি। মানুষের বিপদে তিনি সবার আগে এগিয়ে আসেন। তিনি তার পৈতৃক সূত্রে গরুর ব্যবসা করে আসছেন। এলাকায় জমি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে প্রতিবেশীর সাথে বিরোধে জড়ালে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।

 

এলাকার মো. মামুন বলেন, আমি শওকতকে মাদক ও ইয়াবার বিষয়ে জড়িয়ে পড়তে কখনো দেখিনি। তিনি ভাল মানুষ।

 

ভুক্তভোগীর বক্তব্য:

ভুক্তভোগী শওকত হোসেন বলেন, আমি সারা দিন গরুর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। কারো সাথে ঝগড়া-বিবাদ ভাল লাগে না। জমি নিয়ে পাশের এক ব্যক্তির সাথে আমার বিরোধ চলছে। তিনিই পরোক্ষভাবে এসব করছেন।