আজ বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

করোনা–যুদ্ধ না হলে দেশে আরও অগ্রগতি হতো: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস : | প্রকাশের সময় : বুধবার ১১ অক্টোবর ২০২৩ ০২:১৫:০০ অপরাহ্ন | জাতীয়

করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হলে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হতো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুরে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি এবং সুধীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

 

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সারা দেশের মানুষ আমার পরিবার। নির্বাচন নিয়ে কোনো ভয় নেই। কারণ সরকারের প্রতি জনগণের সমর্থন আছে।’

 

কোনো ষড়যন্ত্রকে আওয়ামী লীগ ভয় পায় না জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘দেশি–বিদেশি নানা চক্রান্ত আছে। তবে নাশকতা, সন্ত্রাস ভয় পায় না দল।’ 

 

প্রধানমন্ত্রী বলেন, ‘সব প্রতিকূলতা মোকাবিলা করে লক্ষ্য অর্জন করা হবে।’ 

 

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা প্রত্যয় ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, ‘দেশে গণতন্ত্রের মধ্য দিয়ে দেশের উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। এই উন্নয়নর যাত্রা ধরে রাখতে হবে।’ 

 

পরে অনাবাদি জমি আবাদ করে খাদ্য উৎপাদন বাড়াতে সবাইকে উদ্যোগী হওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

 

শেখ হাসিনা আরও বলেন,‘সারা বিশ্বেই জিনিসপত্রের দাম বেশি। তাই বিভিন্নভাবে সবাইকে উৎপাদনমুখী হতে হবে। আমাদের সৌভাগ্য যে আমাদের মাটি অত্যন্ত উর্বর এবং আমাদের মানুষগুলো দক্ষ। যে কারণে আমরা যদি চেষ্টা করি তাহলে খাদ্য উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারি।’