আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজার আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক পরিদর্শক লিয়াকত

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ১৭ জুলাই ২০২২ ০৪:৩৪:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পুলিশের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে অন্য একটি মামলায় সাক্ষ্য দিতে কক্সবাজার আদালতে আনা হয়।

রোববার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে টেকনাফের আব্দুল করিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য দিতে তাকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

পরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের আদালতে লিয়াকত আলী সাক্ষ্য দেন বলে জানান জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

তিনি বলেন, ২০১৯ সালের ২৭ আগস্ট টেকনাফ থানায় দায়ের হওয়া বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার আব্দুল করিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন লিয়াকত আলী। তিনি ওই মামলার ৬ আসামির জবানবন্দি গ্রহণ করেন। মামলায় নির্ধারিত দিনে সাক্ষ্যপ্রদানের জন্য লিয়াকতকে কক্সবাজার আদালতে আনা হয়। সাক্ষ্যপ্রদান শেষে বেলা সাড়ে ১২টায় তাকে কক্সবাজার কারাগারে নেওয়া হয়।