আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

কক্সবাজারে গুমোট আবহাওয়া ও সাগর উত্তাল

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২৪ অক্টোবর ২০২২ ১০:১৯:০০ পূর্বাহ্ন | কক্সবাজার প্রতিদিন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজারে গুমোট আবহাওয়া বিরাজ করছে। একই সঙ্গে রাত থেকে বৃষ্টি ও সাগর উত্তাল রয়েছে।

 

 

 

সোমবার (২৪ অক্টোবর ) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে কক্সবাজারে ভ্রমণরত পর্যটকদের সতর্ক করতে সৈকতে টাঙিয়ে দেওয়া হয়েছে লাল পতাকা। বন্ধ রয়েছে সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো ইতোমধ্যেই উপকূলে ফিরে এসেছে।

 

 

 

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে জেলায় ৫৭৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেখানে ৬ লাখ ৫ হাজার ২৭৫ জন মানুষ আশ্র্রয় নিতে পারবেন। জেলা ও উপজেলা পর্যায়ে খোলা হয়েছে ৯টি নিয়ন্ত্রণ কক্ষ। প্রস্তুত রাখা হয়েছে ১০৪টি মেডিকেল টিম। এ ছাড়াও মজুদ আছে ৩২৩ টন চাল, ৮ লাখ ২৫ হাজার নগদ টাকা ও এক হাজার ১৯৮ প্যাকেট শুকনো খাবার, ৩৫০ কার্টুন ড্রাই কেক, ৪০০ কার্টুন ডাইজেস্টিভ বিস্কুট।

 

 

 

এ বিষয়ে জেলা প্রশাসক মো. মানুনুর রশীদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ঝড়ের পূর্বেই মানুষকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।