আজ বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে অস্ত্র মামলায় আসামির ১৭ বছর সশ্রম কারাদণ্ড

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ জুলাই ২০২২ ০৫:১৩:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারে মোঃ জাফর নামক অস্ত্র মামলার আসামির পৃথক ধারায় ১৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে কক্সবাজার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এ এসপিটি ৬/২০০১ শুনানি শেষে বিচারক, যুগ্ম জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান এই রায় ঘোষণা দেন। 

আসামি মোঃ জাফর টেকনাফ দক্ষিণ জালিয়াপাড়ার মৃত জালাল আহমদের ছেলে। রায় ঘোষণাকালে আদালতের কাঠগড়ায় তিনি উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি আব্দুর রউফ এবং এপিপি জিয়াউদ্দিন আহমেদ। 

২০০০ সালের ১৭ জুলাই কক্সবাজার হিলটপ সার্কিট হাউজ এলাকা থেকে অস্ত্রসহ মোঃ জাফরকে আটক করে পুলিশ। এ সময় তার নিকট থেকে  রিভলবার ও গুলি উদ্ধার করা হয়। ওইদিন তার নেতৃত্বে জনৈক আকবর হোসেন, তার স্ত্রী ও মোঃ এনায়েত কবির নামক পর্যটকের ভিডিও ক্যামেরা এবং স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল বলে জানা যায়। 

একই দিন এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন এএসআই মোঃ হারুন। যার থানা মামলা নং-১৭।

তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘ ২২ বছর পর মামলার রায় হয়েছে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী জিয়াউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন পরে হলেও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পৃথক ধারায় রায় হয়েছে। অভিযোগ প্রমাণ হওয়ায় ১৮৮৭ সালের অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় ১০ বছর এবং ১৯ (৮) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক। একসঙ্গে আসামির ১৭ বছর সাজা গননা হবে। আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে আমরা সন্তুষ্ট।