আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১
চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ওজন পরিমাপ ও মানদণ্ড আইনে ২ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

এম.মনছুর আলম, চকরিয়া : | প্রকাশের সময় : সোমবার ১১ নভেম্বর ২০২৪ ০৭:০৬:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য প্রস্তুত ও  বিএসটিআই নির্দেশনা অমান্য করে পণ্যদ্রব্য তৈরির অপরাধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশন, নির্মাণ সামগ্রীর দোকান, বিভিন্ন বেকারী ও  ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ২টি মামালার বিপরীতে ২ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (১১ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এরফান উদ্দিনের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করেন।

 

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো: এরফান উদ্দিনের কাছে অভিযান বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সরকারের নির্দেশনার প্রেক্ষিতে ও নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য প্রস্তুত ও বিএসটিআই নির্দেশনা অমান্য করে পণ্যদ্রব্য তৈরি করার অপরাধে বরইতলী ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকায় হ্যালো ব্রেডের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা ও চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় স্টার ব্রেড বেকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকাসহ মোট ১ একলক্ষ টাকা জরিমানা করা হয়। মূলত ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করার দায়ে এ অর্থদন্ড করা হয়েছে।

তিনি আরো জানান, উপজেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এরফান উদ্দিন।

অভিযানের সময় বিএসটিআই কক্সবাজার পরিদর্শক রনজিত কুমার মল্লিক, চকরিয়া থানার এসআই আনিসুর রহমানসহ থানা পুলিশের সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।