আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

আমিলাইষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীতা ফিরে পেলেন সরোয়ার উদ্দীন চৌধুরী

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জানুয়ারী ২০২২ ০৮:১২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত সাতকানিয়ার আমিলাইষ ইউনিয়নের আওয়ামীলীগের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ সরোয়ার উদ্দীন চৌধুরী অবশেষে গতকাল ২৫ জানুয়ারী হাইকোর্টের এক আদেশে তিনি প্রার্থীতা ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিম শরীফ। তবে তিনি বলেন, হাইকোর্ট থেকে লিখিত ভাবে কোন আদেশপত্র পাননি। তবে প্রার্থী নিজে ফোন করে তাকে অবহিত করেছেন। লিখিত আদেশ আসলে তাকে প্রতিক বরাদ্দসহ অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করা হবে। তবে নির্বাচনী প্রচারে আর কোন বাঁধা থাকবে না। এদিকে তার প্রার্থীতা ফিরে পাওয়ায় এলাকায় মিষ্টি বিতরণসহ দলীয় নেতাকর্মী,সমর্থক ও ভোটারদের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সাতকানিয়ার আমিলাইষ ইউনিয়নের আওয়ামীলীগের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ সরোয়ার উদ্দীন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, উচ্চ আদালত প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আপিল করেছিলেন। আদালত তার সব ডকুমেন্ট বিবেচনা করে প্রার্থীতা ফিরে দিয়েছেন। ২৬ জানুয়ারী মঙ্গলবার লিখিত উচ্চ আদালতের কপি নিয়ে রিটানিং কর্মকর্তার বরাবরে জমা দিয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন। উল্লেখ্য, গত বুধবার যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি আসলেও ঋণ খেলাপির অভিযোগে ব্যাংক কর্তৃপক্ষের আপত্তিতে জেলা নির্বাচন অফিস তার মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করেন।