আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

আনোয়ারায় ১৫০০ শীতার্তেক আবুল খাইর ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : বুধবার ২৬ জানুয়ারী ২০২২ ০৪:০৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা উপজেলার পনের শত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন। বুধবার(২৬ জানুয়ারী)দুপুরে রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া মাদ্রাসা-এ আরবীয়া খাইরিয়া মাঠে গরীব শিক্ষার্থী ও বিভিন্ন এলাকার দারিদ্র ১৫০০ মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন মাদরাসা আরাবীয়া খাইরিয়ার প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ সালেহ। এসময় উপস্থিত ছিলেন,আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক

আবরার সালেহ, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা নাছির উদ্দীন ও

আবু মুসা সরদার প্রমুখ।

বিতরণ শেষে মাওলানা মুহাম্মদ সালেহ বলেন, প্রতি বছরের মতো এবছরও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের পক্ষ থেকে তিন ধাপে ১৫০০ অসহায় মানুষ ও শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতেও এ সহায়তা অব্যাহত থাকবে।