আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

আনোয়ারায় নারকেল গাছ থেকে পড়ে বাস চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৫৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় নারকেল গাছ থেকে পড়ে মো. মোজাম্মেল হক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মোজাম্মেল নিজ বাড়িতে নারকেল গাছ থেকে পড়ে গেলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়,  সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকালে মারা যায়। নিহত মোজাম্মেল চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছুফি আলাউদ্দীনের বাড়ির মাওলানা মেহেরুজ্জামানের ছেলে। তিনি পেশায় একজন বাস চালক ছিলেন বলে জানা গেছে।

 বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো.  তারেক  জানান, বুধবার সকাল ১০ টার দিকে মোজাম্মেল বাড়ির পাশে তাদের একটি নারকেল গাছে নারকেল পাড়তে উঠলে সেখান থেকে অসাবধানতাবসত পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে মৃত্যু হয় তার।