আজ শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১
পশ্চিম বরুমচড়া কেন্দ্রে আহত জাহিদ

আনোয়ারায় দুই ভোট কেন্দ্রে হাতাহাতি, উত্তেজনা, আহত ২

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : বুধবার ২৯ মে ২০২৪ ০৮:৪৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। বুধবার (২৯মে) সকাল থেকে কালো মেঘাচ্ছন্ন উপেক্ষা করে কেন্দ্রে আসা শুরু করেছেন। স্বত:স্ফুর্ত ভাবে পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন ভোটাররা। তবে বেলা সাড়ে ১১ টায় বরুমচড়া আখতারুজ্জামান চৌধুরী উচ্চ বিদ্যালয় ও দুপুর সাড়ে ১২ টার দিকে বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীক ও দোয়াত কলম প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে। এতে তৌহিদুল হক চৌধুরীর সমর্থক ও বরুমচড়া কেন্দ্রের  সভাপতি মো.  জাহিদ ও মামুন আহত হয়। এছাড়া হাইধর, বারশত, বরুমচড়ায় কয়েকটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

তবে উপজেলার অন্যান্য কেন্দ্রে নারী পুরুষ দীর্ঘ লাইন ধরে ভোট দিতে দেখা যায়।

 

বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা ৯৪ বছর বয়সি ফারুক আহমদ বলেন, অনেক দিন পর ভোট দিতে আসলাম, ভাল লাগল। আগামীতে আর দিতে পারিকিনা জানিনা, বয়স অনেক হয়েছে।

 

পশ্চিম বরুমচড়া আখতারুজ্জামান চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদ বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দুইজন আহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে স্ট্রাইকিং ফোর্স গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছেন এবং ভোট অনুষ্ঠিত হচ্ছে।

 

বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং অফিসার কাজী আবদুল হান্নান বলেন, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ১৮৭ জন, বুথ রয়েছে ৭ টি, দুপুর ২ টা পর্যন্ত ভোট পড়েছে ১২৯৬।

 

 

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী,১১টি ইউনিয়নের ৭৪টি ভোট কেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ উপজেলায় ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটার সংখ্যা রয়েছে। এরমধ্যে ১ লাখ ২৩ হাজার ৮৮৮জন পুরুষ এবং ১ লাখ ৯ হাজার ২২১জন মহিলা ভোটার।

 

 

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এছাড়া সুষ্ঠভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারের পাশাপাশি ভোটের মাঠে রয়েছে ১৪ জন ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১১টি পুলিশ স্ট্রাইকিং টিম, ৪ প্লাটুন বিজিবি ও র‌্যাব ফোর্স সদস্যরা দায়িত্ব পালন করছেন।