আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

আনোয়ারার পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা: | প্রকাশের সময় : সোমবার ৩ জুলাই ২০২৩ ০৮:২৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 আনোয়ারার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামে পুকুরে ডুবে মোহাম্মদ সামির নামে দুই বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (০৩ জুলাই) বিকেল গ্রামের পশ্চিম পাড়া আহসান উল্লাহ বাড়ীতে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় মোহাম্মদ ফরিদের  এক ছেলে এক মেয়ের মধ্যে  ছোট।

 

পারিবারিক সূত্র জানায়, দুপুরে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায় সামির। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।