টানা বর্ষণে প্লাবিত লোহাগাড়ার আধুনগরে বন্যায় কবলিত প্রায় ৮শ মানুষের মাঝে শুকনো খবার বিতরণ করা হয়েছে।
গত ৭ ও ৮ আগস্ট এসব শুকনো খাবার বিতরণ করেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (রু:দা:) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভুঁইয়া।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, বন্যায় কবলিত আধুনগের ৭০ ভাগ মানুষ পানি বন্দি হয়ে পড়ে। তাদের কথা চিন্তা করে উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় শুকনো খাবার বিতরণ করেছি। যেখানে রয়েছে- চিনি, ছিঁড়া, মুড়ি, বিস্কুট, মোমবাতি, গ্যাস লাইট ইত্যাদি। প্রায় ৮শ মানুষের মাঝে শুকনো খবার বিতরণ করা হয়েছে। অধিক মানুষ এখনো পানি বন্দি রয়েছে।
লোহাহাগা উপজেলা নির্বাহী অফিসার (রু:দা:) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, যেসব এলাকায় লোকজন পানি বন্দি রয়েছে সেসব এলকায় শুকনো খবার বিতরণ করা হচ্ছে ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া সবাইকে নিরাপদে থাকার আহবান জানান তিনি।