চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের দ্বারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা ও মসজিদে হামলা, ভাংচুরের প্রতিবাদে হাটহাজারীর সর্বস্থরের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারী সরকারি কলেজ প্রাঙ্গনে এ সমাবেশ এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তারা অবিলম্বে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী ও মসজিদে হামলা, ভাংচুরে জড়িতদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এ সময় কলেজের শিক্ষার্থীরা ইসকন বিরুধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
পরে সমাবেশে বক্তারা বলেন, আমরা কোন ব্যক্তি স্বার্থে বা রাজনৈতিক কারনে এখানে জড়ো হয়নি। জড়ো হয়েছি ইশকন নামের সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে। হিন্দু ভাইয়েরা আমরা আপনাদের বিরুদ্ধে নই,আমরা সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে। ইসকন হিন্দু ধর্মের ভেতরে ঢুকে ভুল ভাল বুঝিয়ে তাদের ব্যবহার করে দাঙ্গা সৃষ্টি করে এ দেশে অস্তিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দেশ এবং অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। চারিদিক থেকে পতিত স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র চালাচ্ছে। দেশে শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে। মানবাধিকার লঙ্ঘনমূলক কাজ থেকে সতর্ক থাকতে হবে। উগ্রবাদী সংগঠন "ইসকন" বাংলাদেশের নতুন স্বাধীনতাকে মেনে নিতে পারছে না। কারণ তারা হলো ভারতের দালাল, আর স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। তারা এ দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। যে কোনও ধরনের ধর্মীয় দাঙ্গা সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে বলেও অভিমত ব্যক্ত করেন তারা।
এতে ওই কলেজের ম্যানেজমেন্ট ৩য় বর্ষের ছাত্র নুরুল হুদা, পলিটিকাল সায়েন্সের সালিমুর রহমান অপি, অনার্স ৩য় বর্ষের ছাত্র রিদয় প্রমূখ বক্তব্য রাখেন।