আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

অবকাঠামোগত উন্নয়নে সর্বাধিক বরাদ্দ রেখে সাতকানিয়া পৌরসভা, বাজেট ঘোষনা

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ জুলাই ২০২৩ ১০:২৩:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

সাতকানিয়া পৌরসভার ২০২৩—২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। ১৮ই অক্টোবর (মঙ্গলবার) সকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের এই বাজেট ঘোষনা করেন। এসময় ২০২৩—২৪ অর্থ বছরের জন্য সর্বমোট ৬৩ কোটি ৭৮ লক্ষ ৮০ হাজার ৭০১ টাকা বাজেট ঘোষনা করা হয়। বাজেটে রাজস্ব খাতে ৭ কোটি ১০ লক্ষ ৭৬ হাজার ২১৬ টাকা, উন্নয়ন খাতে সরকারি অনুদান ১২ কোটি ১০ লক্ষ টাকা,  বিবিধ প্রকল্প খাতে ৪৩ কোটি টাকা আয়ের পাশাপাশি ১ কোটি ৫৮ লক্ষ ৪ হাজার ৪৮৫ টাকা মূলধন দেখানো হয়েছে। বাজেটে অবকাঠামোগত উন্নয়নে সর্বাধিক ৫৫ কোটি ৯৫ লক্ষ টাকা ব্যায়ের পাশাপাশি রাজস্ব খাতে ৬ কোটি ৮ লক্ষ ৮০ হাজার টাকা, লিঙ্গ বৈষম্য নিরসন খাতে ১৪ লক্ষ টাকা, দারিদ্রতা নিরসন খাতে ২১ লক্ষ টাকা, পৌর ভবনের জন্য জমি অধিগ্রহণ খাতে ১ কোটি টাকা, গরীব অসহায় ও দুঃস্থদের অর্থিক অনুদান খাতে ৫ লক্ষ টাকা ও বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ খাতে ২ লক্ষ টাকা ব্যায় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাজেট অধিবেশনে বক্তব্যকালে মেয়র জোবায়ের বলেন, পৌর এলাকার সার্বিক উন্নয়নের জন্য বাজেট বাস্তবায়ন জরুরি। বাজেট বাস্তবায়নে পৌরসভার আয় বৃদ্ধির জন্য অবকাঠামোগত উন্নয়ন ও ক্ষুদ্র ৪টি বাজারকে বৃহৎ আকারে বাস্তবায়ন ও রাজস্ব খাতে আয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আশা করছি এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে সাতকানিয়া পৌরসভার দৃশ্যমান উন্নয়ন সম্ভব হবে। বাজেট অধিবেশনে পৌরসভার নির্বাচিত কাউন্সিলর, কর্মকর্তা—কর্মচারীগণ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।