আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

৩ হাজার ভাসমান মানুষকে টিকা দিচ্ছে জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী ২০২২ ১২:২৩:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামে শুরু হয়েছে ভাসমান ও ছিন্নমূল জনগোষ্ঠীর গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।  বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে পুরাতন স্টেশন এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এসময় তিনি বলেন, নগরের পাঁচটি স্থানে ছিন্নমূল ও ভাসমান মানুষদের জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা দেওয়া হচ্ছে। তাদের দ্বিতীয় ডোজের আর প্রয়োজন নেই। নগরে যারা এমন ভাসমান জনগোষ্ঠী আছে, তাদের খুঁজে বের করে এ টিকার আওতায় আনতে কাজ করছে জেলা প্রশাসনের বিভিন্ন টিম।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, আমরা এক লাখ ভ্রাম্যমাণ ও ছিন্নমূল মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।  এই টিকা দিতে কোনও কাগজপত্রের দরকার নেই। শুধু তারা এলেই আমরা টাকা দিতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দফতরের উপ পরিচালক ডা. সাখাওয়াত উল্লাহ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী।

 

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়