২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন করার সম্ভাব্য সময় জানিয়েছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
শনিবার (২৩ জুলাই) দুপুরে চবির ৩৪ তম বার্ষিক সিনেট সভায় এ ঘোষণা দেন চবি উপাচার্য।
এ নিয়ে তিন বছরে তিনবার সমাবর্তনের ঘোষণা দিয়েছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এর মধ্যে ২০২০ সালের ২৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. শিরীণ আখতার উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর ২০২০ সালেই চবির ৫ম সমাবর্তন হবে উল্লেখ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের কথা বলেছি। ২০২০ সালেই একটি সমাবর্তন করার পরিকল্পনা রয়েছে আমাদের। আমার দায়িত্বকালে আমি বিশ্ববিদ্যালয়ে দুটি সমাবর্তন করতে চাই। একটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিথি থাকবেন। আরেকটিতে মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ থাকবেন।
এরপর ২০২১ সালের ১৬ নভেম্বর চবির ৫৬তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের পরিকল্পনা সংক্রান্ত এক সংবাদ সম্মেলন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক বছরের মধ্যে সমাবর্তন করার কথা জানান চবি উপাচার্য। গত তিন বছরে তিনবার সমাবর্তনের ঘোষণা দিলেও এখনো সমাবর্তন আয়োজন করতে পারেনি কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ২৮ বছর পর ১৯৯৪ সালে সর্বপ্রথম সমাবর্তন হয়। এরপর ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় চতুর্থ সমাবর্তন। এ নিয়ে ৫৬ বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মাত্র ৪টি সমাবর্তন।