আজ বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

১লাখ টাকা হলে চিকিৎসা চলবে শারমীন আক্তারের

ইসমাঈল হোসেন নয়ন : | প্রকাশের সময় : শুক্রবার ১২ মে ২০২৩ ১০:০৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

মাত্র ১ লাখ টাকার জন্য চিকিৎসা সেবা আটকে আছে শারমিন আক্তারের(৩৫)। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ৬নং ওয়ার্ড বলীর বাড়ি এলাকায়। তিনি ওই এলাকার দিনমজুর আবদুর সত্তারের স্ত্রী। তার পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ তিন বছর ধরে শারমিন আক্তার অসুস্থ। চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতাল ঘুরে তিন বছরে জমানো ৬ লাখ টাকা খরচ করে নি:স্ব হয়েছেন। ইতিমধ্যে পেটে দুটি অপারেশনও হয়েছে। আবার নতুর করে শরীরে বাসা বেঁধেছে মরনব্যাধী লিভার ক্যানসার। ডাক্তার জানিয়েছেন দ্রুত চিকিৎসা দিতে পারলে তিনি সুস্থ হয়ে ওঠবেন। সরজমিন গিয়ে দেখা যায়, শারমীন আক্তার তার দুটি ছেলে মেয়েকে জড়িয়ে ধরে কান্না করছেন। বাচ্চা দুটিও তাদের মাকে জড়িয়ে ধরে আছেন। কারণ তাদের মাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামীকাল শনিবার চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হবে। মা ফিরে আসবেন কিনা সংশয় তার দুই সন্তানের। স্থানীয় ইউপি সদস্য ফজলুল ইসলাম সেলিম জানান, শারমিন দীর্ঘদিন যাবত অসুস্থ। তার স্বামীর তেমন কোন ইনকাম নেই। আমরা এলাকাবাসী মিলে কিছু সহযোগিতার উদ্যোগ নিয়েছি। বিভিন্ন সামাজিক সংগঠন ও সমাজের বৃত্তবানরা এগিয়ে আসে তার দুটি সন্তান মা বলে ডাকতে পারবে। বিকাশ পারসোনাল: 01894101160 (রোগী- শারমীন আক্তার) বি:দ্র: পোস্টটি সবাই শেয়ার করবেন।