আজ শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

হোয়ানকে মৎস্য চাষীদের মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ০৫:২২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে মৎস্য চাষীদের নিয়ে মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ই মার্চ সকাল ১০টায় হোয়ানক পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে সিনিয়র মহেশখালী মৎস্য দপ্তরের আয়োজনে ১দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন- মহেশখালীর সিনিয়র মৎস্য অধিদপ্তরের মেরিন ফিশারীজ অফিসার মোঃ আলা উদ্দিন। প্রশিক্ষণে ২০ জন মৎস্য চাষীদের মাঝে পাবদা, গুলশা,  টেংরা মাছ  চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। মৎস্য চাষীরা অল্প জায়গায় মাছ চাষ করে কিভাবে অধিক লাভবান হতে পারে এবং কিভাবে স্বাস্থ্য সম্মত উপায়ে মাছ চাষ করতে পারবে সে বিষয়ে প্রশিক্ষণে আলোচনা করা হয়।