আজ মঙ্গলবার ৭ মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ১০ ডিসেম্বর ২০২২ ০৯:৪৫:০০ পূর্বাহ্ন | খেলাধুলা

ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। সিরিজের শেষ ম্যাচে ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্যে শনিবার মাঠে নামবে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে এই ম্যাচ।

 

এর আগে সিরিজের প্রথম এবং দ্বিতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের রূপকথার মতো দুই ইনিংসে জয় পায় বাংলাদেশ। এমন জয়ের পর অবশ্য ফুরফুরে মেজাজে রয়েছে লিটন দাসের দল। ম্যাচের আগের দিন শুক্রবার অনুশীলনেও ছিলেন দলের অধিকাংশ ক্রিকেটারই। তবে ছিলেন না সাকিব আল হাসান ও লিটন দাস।

 

গতকাল অনুশীলনে পূর্ণ রিদমে বল করেছেন ইনজুরি থেকে ফেরা তাসকিন আহমেদ। নেটে নাজমুল হোশেন শান্তকে বেশ জোরেই বোলিং করেছেন এই পেসার। এছাড়া বোলিং অনুশীলন করেছেন শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদরা। 

 

সিরিজের শেষ ম্যাচে লিটনদের হাতে সেযোগ থাকছে ইতিহাস গড়ার। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো ভারতকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে টাইগাররা। ম্যাচের আগের দিন শুক্রবার অবশ্য এমন কথারই ইঙ্গিত দিয়েছেন টাইগারদের ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমোড। তিনি বলেন, 'বাংলাদেশ কখনো ভারতকে ৩-০ ব্যবধানে হারায়নি। এটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। না জিতলেও আমাদের যেন সহজে না হারানো যায়, সেটাই চেষ্টা থাকবে। আমি জানি, দ্বিতীয় ম্যাচ জয়ের পর ছেলেরা আরও একটি জয়ের অপেক্ষায় আছে।'

 

অন্যদিকে সিরিজের শেষ ম্যাচকে সামনে রেখে গতকাল শুক্রবার অনুশীলনে কঠোর ঘাম ঝড়িয়েছে ভারতীয় দলও। প্রতিপক্ষের লক্ষ্য এখন সিরিজের শেষ ম্যাচটিতে জয় তুলে হোয়াইটওয়াশ এড়ানো। সাগরিকায় দলীয় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর।

 

সংবাদ সম্মেলনে এ স্পিনার বলেন, 'অবশ্যই, আমরা জিততে চাই। আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই। কিছু জিনিস আমাদের বদলাতে হবে। প্রসেসে মনোযোগ দেব…ম্যাচটা জিতে ওয়ানডে সিরিজটা ভালোভাবে শেষ করতে চাই।'

 

কোচ, খেলোয়াড় কিংবা বাংলাদেশের দর্শক সকলের চাওয়া ভারতকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গোড়ুক বাংলাদেশ। তবে দিনশেষে প্রতিপক্ষটা ভারতই, শেষ ম্যাচে জয় পেতেও দিতে হবে সেরাটা।  শনিবার সাগরিকার বুকে সাকিব-লিটনরা নতুন ইতিহাস গড়বে নাকি ভারত শান্ত্বনার জয় পাবে, সেটা কেবল সময়ের হাতেই তোলা থাক।