দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন অংশ, উত্তর মাদার্শার বিভিন্ন অংশ ও রাউজান সীমান্ত গভীর রাত থেকে অভিযান পরিচালনা করে ৭ টি অবৈধ ঘেরাজাল প্রায় সাড়ে ৩ হাজার মিটার জব্দ করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) মধ্যে রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানা চলে এ অভিযান।
অভিযানে সহযোগিতা করেন আইডি এফ কর্মকর্তা , সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ ও হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন অংশ, উত্তর মাদার্শার বিভিন্ন অংশ ও রাউজান সীমান্ত থেকে অভিযান পরিচালনা করে ৭ টি অবৈধ ঘেরাজাল প্রায় সাড়ে ৩ মিটার জব্দ করা হয়েছে।