আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

হারামিয়াতে সিপিপি সদস্যদের দুর্যোগ ব্যবস্হাপনা দক্ষতা শীর্ষক প্রশিক্ষন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বুধবার ৬ মার্চ ২০২৪ ০৪:১২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

দূর্যোগ প্রস্ততিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো এ প্রতিপাদ্য সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর স্বেচ্ছাসেবকদের ২ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৬ মার্চ হারামিয়া সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে দু'দিনের এ প্রশিক্ষণ শেষ হয়েছে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি’র আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে ছিলেন  কমিউনিটি ট্রেইনার সিপিপি উপজেলা  অফিসার   নজরুল ইসলাম  প্রশিক্ষণ প্রদান করেন। 

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা সিপিপির টিম লিডার মশিউর রহমান বেলাল, সন্দ্বীপ উপজেলা সিপিবির অফিসার আকরাম হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন  ৭ নং ওয়ার্ড লিম লিডার কাজী রকিবুল আহসান, ৬ নং ওয়ার্ড লিম লিডার ফজলুল করিম মেম্বার , ১ নং ওয়ার্ড টিম লিডার দিদারুল আলম, ২ নং  টিম লিডার কারিমুল মাওলা সজীব ও সাংবাদিক ইলিয়াছ সুমন প্রমুখ।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ প্রশিক্ষণে সিপিপি’র নারী ও পুরুষ সহ ৮০ জন স্বেচ্ছাসেবক প্রশিক্ষনে  অংশ নেন। প্রশিক্ষনে প্রত্যাক প্রশিক্ষনার্থীকে কে ২ দিনের ভাতা ও আপ্যয়ন করানো হয়।